সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীর তীরবর্তী পুকুরপাড় ও দরগাপাড়া গ্রামের জনসাধারণের পারাপারের জন্য পুনঃনির্মিত কাঠের সেতুর উদ্বোধন ও বিজয় দিবস উপলক্ষে চার হাজার মানুষের জন্য খাবার বিতরণ করা হয়েছে। এ উদ্যোগটি বাস্তবায়ন করেছেন পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন শামীম।
সোমবার (১৬ ডিসেম্বর) কাঠের সেতুটির উদ্বোধন করেন জাহাঙ্গীর হোসেন শামীম। পরে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে পুকুরপাড় মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হক টিংকু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীর হোসেন শামীম। এছাড়া উপস্থিত ছিলেন গ্রাম্য প্রধান আলহাজ্ব আইয়ুব আলী, লিয়াকত আলী, শেখ ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নিজের বক্তব্যে জাহাঙ্গীর হোসেন শামীম বলেন, আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আগামী পৌর নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করব।
মতামত