সারাদেশ

বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন

বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন

প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৪, দুপুর ১২:৪২

ভোরের আলো ফুটতে না ফুটতেই কুড়িগ্রামের বিজয়স্তম্ভে শুরু হয় শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা। জেলা প্রশাসন সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন গুলো শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে। 

সোমবার(১৬ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটা থেকেই শুরু হয় বিজয়স্তম্ভে শুরু হয শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা।  


 শিশু বিষয়ক সংগঠন ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম জয় বলেন, "মহান বিজয় দিবস আজ শহীদদের স্মরণে বিজয়স্তম্ভে ফুল দিয়েছি, নীরবতা পালন করেছি। সবমিলিয়ে ভালোই লাগছে। 


আরো কথা হয় পরিবেশ বিষয়ক সংগঠন  ইয়ুথনেট এর সহ-সমন্বয়ক খাদিজা আক্তার পাখির সাথে। তিনি বলেন, ফুল দিয়েছি মেলাতে ঘুরেছি।