সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। সকাল ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আছলাম আলী দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এতে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্টলগুলোতে স্কুলের শিক্ষার্থীদের তৈরি প্রজেক্ট, ঐতিহ্যবাহী পিঠার স্টল, এবং স্থানীয় তাঁতের তৈরি পোশাক প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
শিক্ষার্থীরা অনুষ্ঠানে নানান বিষয়ে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে উৎসাহ ও খুশির সৃষ্টি হয়।
মতামত