সারাদেশ

পুলিশ সদস্য সাইফুল রুবেলের সড়ক দুর্ঘটনায় মৃত্যু, শোকে ভেঙে পড়েছে পরিবার

পুলিশ সদস্য সাইফুল রুবেলের সড়ক দুর্ঘটনায় মৃত্যু, শোকে ভেঙে পড়েছে পরিবার

ছবি : আব্বুকে মসজিদের পাশে কবর দিয়ে রাখছে, কেউ আমাকে আর খেলনা-চকলেট কিনে দেবে না


প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৪, সকাল ৯:৫৯ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, রাত ১২:০৬

গোপালগঞ্জে দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম রুবেল। মৃত্যুর পর তার চার বছরের মেয়ে সাবিহার আবেগঘন কথায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। 

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের আড়পাড়া এলাকায় কাভার্ড ভ্যান চাপায় প্রাণ হারান তিনি।

নিহত রুবেল গোপালগঞ্জ ডিএসবি শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার নকুলহাটি গ্রামে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন। স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের সবাইকে শোকে আচ্ছন্ন করে বিদায় নিলেন সাইফুল।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে নকুলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় এলাকার অসংখ্য মানুষসহ সহকর্মীরা অংশ নেন।

জানাজার পর রুবেলের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা সুফিয়া বেগম পুত্রশোকে পাগলের মতো বিলাপ করছেন। স্ত্রী তাহমিনা আক্তার সুরভী শিশু সন্তান কোলে নিয়ে নির্বাক। মেয়ে সাবিহা বাবাকে হারানোর শোক বুঝতে না পারলেও চকলেট ও খেলনা না পাওয়ার কথা বলে অশ্রুসিক্ত কণ্ঠে সবাইকে আবেগাপ্লুত করে তুলছে।

রুবেলের মা সুফিয়া বেগম বলেন, অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছিলাম। ও আমাদের আশ্রয় ছিল। শনিবার সকালে ছেলের সঙ্গে খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু সেই খাবার ছেলের জন্য নয়, শোকের জন্য হয়ে গেল।

স্ত্রী তাহমিনা আক্তার সুরভী বলেন, রুবেল আমাদের সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। এখন আমার ছেলে-মেয়েকে কে মানুষ করবে? ওদের ভবিষ্যৎ কী হবে?

রুবেলের বড় ভাই রাসেল মাহমুদ বলেন, বাবার স্বপ্ন ছিল আমরা দেশের সেবা করব। সেই স্বপ্ন পূরণ করতে রুবেল এসআই হিসেবে যোগ দেন। তিনি ওসি হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু তার সবকিছু সড়কে পিষ্ট হলো।

এলাকাবাসী ও সহকর্মীরা রুবেলকে একজন ভদ্র, সেবাপরায়ণ এবং সমাজের উন্নয়নে নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।