সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ফুলের দোকানগুলোতে লেগেছে ব্যস্ততার ছোঁয়া। গাঁদা, গোলাপ, জারবেরা, চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, কামিনী ফুল ও পাতাসহ বিভিন্ন ফুল দিয়ে কারিগররা পুষ্পস্তবক তৈরিতে দিনরাত কাজ করছেন।
তাড়াশ পৌর শহরের বিভিন্ন ফুলের দোকানে গিয়ে দেখা যায়, পুষ্পস্তবক তৈরির ধুম পড়েছে। সরকারি, বেসরকারি, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা অগ্রিম অর্ডারের চাপে ফুল ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন।
ফুল ব্যবসায়ী গোপাল দাশ জানান, বিজয় দিবস উপলক্ষে এ পর্যন্ত ৫০টি পুষ্পস্তবকের অগ্রিম অর্ডার পেয়েছি। এছাড়াও, তাৎক্ষণিক ক্রেতাদের জন্য প্রস্তুত কিছু পুষ্পস্তবক দোকানে রাখা হচ্ছে।
অন্য ব্যবসায়ী সুজন বলেন, ফুলের পরিমাণ, ডিজাইন এবং আকার অনুযায়ী পুষ্পস্তবকের দাম নির্ধারিত হয়। সাধারণত ৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত পুষ্পস্তবক তৈরি করছি।
স্থানীয় শিক্ষক সেরাজ সরকার বলেন, প্রতিবছর আমরা বিজয় দিবসে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করি। অগ্রিম অর্ডার দিলে কাজ সহজ হয়।
ছাত্রনেতা জাহিদ ফকির জানান, শহিদদের স্মরণে একটি পুষ্পস্তবক বানানোর জন্য অর্ডার দিয়েছি। এটির দাম পড়েছে দেড় হাজার টাকা।
ব্যবসায়ী রাসেল আহমেদ বলেন, বিশেষ দিনগুলোতে আমরা অগ্রিম অর্ডার নিয়ে কাজ করি এবং তাৎক্ষণিক ক্রেতাদের জন্য কিছু রেডিমেড পুষ্পস্তবক তৈরি রাখি। গুণগত মান বজায় রেখে কাজ করার চেষ্টা করি।
তাড়াশ পৌর শহরের শহিদ মিনারে ভোর ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হবে। এরপর থেকে নানা বয়সী মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
মতামত