কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডা গ্রামে পরকীয়ায় বাধা দেওয়ার কারণে সিঙ্গাপুর প্রবাসী মঈনুদ্দিনের গলা কেটে দেয়ার অভিযোগে তার স্ত্রী সোমা খাতুন (২১) কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে সোমা তার স্বামী মঈনুদ্দিনের সাথে বাগভান্ডা গ্রামে তার বড় বোনের বাড়িতে দাওয়াত খেতে যায়। সেখানে দাওয়াত শেষে স্বামীর সাথে ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে তারা হাতাহাতি করতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে সোমা ব্লেড দিয়ে স্বামীর গলা কেটে দেয়। মঈনুদ্দিনকে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে সোমা খাতুনের সাথে মঈনুদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর মঈনুদ্দিন সিঙ্গাপুর চলে যান, আর তার অনুপস্থিতিতে সোমা পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরিবারের চেষ্টা সত্ত্বেও সোমাকে পরকীয়া থেকে ফেরানো সম্ভব হয়নি। ৪ ডিসেম্বর দেশে ফিরে আসেন মঈনুদ্দিন, এরপরেই তাদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়।
মঈনুদ্দিনের পরিবার এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করে। পুলিশ ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে সোমাকে আটক করে।
ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর রাতে অভিযান চালিয়ে সোমাকে আটক করা হয়েছে।
মতামত