সারাদেশ

ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:০৩

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাংচাপড়া গ্রামে একদল দুর্ধর্ষ ডাকাত আবুল হোসেনের ছেলে আশিকুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে।  

শনিবার ভোররাত ৪টার দিকে সশস্ত্র ডাকাতরা বাড়ির দ্বিতীয় তলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে বাড়ির মালিক আশিকুর রহমানকে বেঁধে বেধড়ক মারধর করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর তার স্ত্রী’র ছয় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।  

ডাকাত দল একই সময় প্রথম তলায় থাকা ভাড়াটিয়া শাহাবুদ্দিনের বাসায় ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রী ও মেয়ের গলার চেইন এবং একটি ল্যাপটপ লুট করে।  

আহত আশিকুর রহমানকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

আহত আশিকুর রহমান বলেন, ডাকাত দল প্রথমে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে বেঁধে চাপাতি দিয়ে আঘাত করে। আমার স্ত্রীর গহনা ও নগদ টাকা নিয়ে গেছে।

এলাকাবাসী জানান, আমাদের এলাকায় এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।