১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ সৌন্দর্য্য বর্ধনের কাজ চলছে ব্যাপকভাবে। এদিন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টামন্ডলীর সদস্য, বিভিন্ন দেশের প্রতিনিধিসহ রাজনৈতিক নেতারা, পাশাপাশি লাখো মানুষ, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হবেন।
রবিবার সরোজমিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দেখা যায়, ভেতরে চলছে রঙের কাজ, ইটের কাজ, ঝাড়ু দেওয়া, ইলেকট্রিকের কাজ, এবং পুরো সৌধ ধোয়া-মুছার কাজ। গাছের পরিচর্যা, ফুলের বাগান সজ্জা এবং সিসি ক্যামেরার কাজও চলছে।
এখানে কাজ করা আল মামুন জানান, এক মাস ধরে সৌন্দর্য্য বর্ধনের কাজ চলছে এবং তিনি ১০ দিন ধরে পরিচ্ছন্নতার কাজ করছেন। তিনি বলেন, এখানে কাজ করে ভালো লাগে, কারণ এখানে সবাই একসাথে কাজ করি এবং প্রতিদিন পারিশ্রমিক পাওয়া যায়।
অপর একজন, আব্দুল মতিন, জানান যে ফুল ও নানা প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে। তিনি বলেন, বিজয় দিবসে এখানে লাখ লাখ মানুষ শ্রদ্ধা জানাতে আসবে, এতে আমাদের কাজের গুরুত্ব বেড়ে যায়।
রিকশায় ফুলের চারা পরিবহনকারী নাঈম জানান, ফুল ও গাছ রোপণ করার সময় তার বিশেষ অনুভূতি হয়। তিনি বলেন, এখানে কাজ করার সময় অন্যরকম আনন্দ অনুভব হয়, বিশেষ করে যখন লাখ লাখ মানুষ এখানে আসবে।
জাতীয় স্মৃতিসৌধের হাতে লেখার কাজ করেন জিএম আনোয়ারুল ইসলাম, যিনি ১৯৮১ সাল থেকে নিয়মিত এখানে কাজ করছেন।
তিনি বলেন, মনে ভালো লাগা থেকেই ৪২ বছর ধরে এখানে কাজ করছি, বিশেষ করে বিজয় দিবসের দিন এখানে উপস্থিত থাকতে খুব ভালো লাগে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, ১৬ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতি, উপদেষ্টা ও কূটনীতিকরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সকল কার্যক্রম শেষ হওয়ার পর সৌধ প্রস্তুত থাকবে।
মতামত