সারাদেশ

গাইবান্ধায় নদী ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

গাইবান্ধায় নদী ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৪৫

"নদীর একুল ভাঙে, ওকুল গড়ে—এই তো নদীর খেলা" প্রতিপাদ্যে গাইবান্ধার মানুষ বছরের পর বছর ধরে তিস্তানদীর ভাঙনের শিকার হয়ে আসছেন। তবে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফুলমিয়ার বাজার সংলগ্ন এলাকার ভাঙন দীর্ঘদিনেও প্রশাসনের নজরে আসেনি।

স্থানীয়রা জানান, ২০১৯ সাল থেকে বারবার আন্দোলন করেও কোনো স্থায়ী সমাধান পাননি। ভাঙনের ফলে প্রায় পৌনে ২ কিলোমিটার এলাকা ও হাজার হাজার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে করে এখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ভাঙনকবলিত এলাকার লোকজন মানববন্ধনের আয়োজন করেন। এতে বক্তারা তিস্তানদীর ভাঙনের তীব্রতা ও ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চাই প্রশাসন আমাদের দুর্ভোগের প্রতি নজর দিক।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাজেদুর রহমান মাজেদ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম টিটন, সমাজসেবক জাহিদুল ইসলাম জাহিদ এবং সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আলম।

মানববন্ধন শেষে স্থানীয় নেতৃবৃন্দ গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হকের সঙ্গে যোগাযোগ করেন। বিকেলে তিনি ভাঙনকবলিত স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু সায়েম শাফিউল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী মোহন।