সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের দাবিতে দুই সন্তানের জননী প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার মধ্যেপাড়া গ্রামে প্রেমিক বাবু ডাইভারের বাড়িতে এই অনশন শুরু হয়।
স্থানীয়দের তথ্যে জানা গেছে, ওই নারী গত তিন দিন ধরে বিয়ের দাবিতে বাবুর বাড়িতে অবস্থান করছেন। কিন্তু বিয়ে না করে বরং বাবু তাকে ভয়ভীতি দেখিয়ে তাড়ানোর চেষ্টা করছেন। ঘটনার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে দেনদরবার চলছে। তবে এ ঘটনাকে টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। স্বামী ও সন্তান রেখে বিয়ের দাবিতে এই নারীর এমন অবস্থানের কারণে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রেমিক বাবু ডাইভার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার মধ্যেপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বাবু বাড়ি ছেড়ে পালিয়ে আছেন।
ভুক্তভোগী নারী আলপোনা খাতুন বলেন, গত আট বছর ধরে বাবুর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। এর মধ্যে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে। যখন বিয়ের কথা বলি, তখন বাবু নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। অবশেষে বাধ্য হয়ে আমি তার বাড়িতে এসে উঠেছি। যতক্ষণ না বাবু আমাকে বিয়ে করবে, আমি এখান থেকে যাব না।
আলপোনা আরও বলেন, স্বামী-সন্তান থাকা সত্ত্বেও আমি বাবুর সঙ্গে বিয়ের দাবিতে লড়ছি। জীবন থাকতে এখান থেকে সরব না। তিনি সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার আকন্দপাড়া গ্রামের গোলবার হোসেনের মেয়ে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত