সারাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৪, বিকাল ৩:৫৬

আজ ভোর ৪টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাজাইল ইউনিয়নের নিচু মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতির ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো - ট ২৪-৫৬০৪) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি রেন্ডি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ ভেঙে যায় এবং অজ্ঞাতপরিচয় এক হেলপার (৩০) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এছাড়া ট্রাকের চালক মাহবুব (৪০) গুরুতর আহত হন।

ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতরে আটকে পড়া আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করে। আহত চালককে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

এদিকে কাশিয়ানী থানা পুলিশ এবং ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে তবে দ্রুত তা স্বাভাবিক করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।