সারাদেশ

ডোমারে শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারি কলেজ ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

ডোমারে শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারি কলেজ ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

ছবি : মুন টাইমস


প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৪, রাত ১০:৩২ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, রাত ১০:৩৫

নীলফামারীর ডোমারে \'শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে সরকারি কলেজ শাখা ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন, চিত্র প্রদর্শনীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল উপজেলা পৌর শহরের ডোমার সরকারি কলেজ চত্বরে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন- ডোমার সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ সামিউল আরেফিন হৃদয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী ছাত্রদলের ডোমার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মোঃ ইমরান হাশমি, পৌর শাখার আহ্বায়ক মোঃ রাহিমুজ্জামান রুপক, কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক মোঃ ফাহিম ইসলাম প্রমুখ সহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে চিত্র প্রদর্শনীতে শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধকালীন হত্যার শিকার স্বাধীনতাকামী শ্রেষ্ঠ সন্তানদের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে আলোকপাত করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।