সারাদেশ

তাড়াশে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা বিক্রির উৎসব

তাড়াশে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা বিক্রির উৎসব

ছবি : তাড়াশে জাতীয় পতাকা বিক্রির উৎসব চলছে


প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৪, রাত ১০:২৮ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, রাত ১০:৩৫

মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পতাকার বিক্রি চলছে উৎসবমুখর পরিবেশে। শহরের পাড়া-মহল্লা, অলি-গলি হয়ে আজকাল ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় পতাকা বিক্রি করা হচ্ছে, যেখানে লাল-সবুজের পতাকায় দুলছে বাড়ির ছাদ, বারান্দা, গাড়ি, রিকশা, এমনকি সাইকেলও।

পাবনা থেকে আসা পতাকা বিক্রেতা মো. তামিন হোসেন (২৬) জানান, বছরের অন্য সময় আমি বিভিন্ন কাজ করি, কিন্তু বিজয়ের মাসে সবাই পতাকা কেনে বলে এ কাজ করি। এ সময় ব্যবসাও ভালো হয় এবং কাজটাও সহজ।

নাটোর থেকে আসা আকবর আলী (৩৫) বলেন, আমি পেশায় ইলিশ বিক্রেতা, তবে প্রতিবছর বিজয়ের মাসে নতুন নতুন জেলায় গিয়ে জাতীয় পতাকা বিক্রি করি। এতে আয়ও হয়, নতুন জায়গাও দেখা হয়। এ পর্যন্ত ২৮টি জেলা ঘুরেছি। জাতীয় পতাকা বিক্রি করা আমার জন্য সম্মানের এবং ক্রেতারাও সম্মান করেন।

মেহেদী হাসান (৩০) জানান, তাদের ৫ জনের একটি দল তাড়াশে এসেছে। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত ৫টি দল এসেছে, যাদের প্রত্যেক দলে ২ জন সদস্য রয়েছে। গত বছর আমরা সাত দিনে খরচ বাদ দিয়ে ২৫ হাজার টাকা করে আয় করেছি। এবারও ভালো বিক্রির আশা করছি।

এ বছর জাতীয় পতাকা বিক্রির মৌসুমে কাপড়ের পতাকার পাশাপাশি কাগজের পতাকাও বিক্রি হচ্ছে। কাগজের পতাকা দিয়ে ফুটপাত, দোকানপাট এবং বাসা সাজানো হচ্ছে। পতাকার আকারভেদে দাম ১০ থেকে ৫০০ টাকার মধ্যে, আর কাগজের পতাকা আরো কম দামে বিক্রি হচ্ছে।

বিজয়ের মাসে জাতীয় পতাকা বিক্রির এই ধুম দেশের মানুষের চেতনায় বিজয়ের উচ্ছ্বাসকে আরও উজ্জ্বল করে তুলছে।