সারাদেশ

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন: সুষ্ঠু নির্বাচনেই রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দেয়া হবে

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন: সুষ্ঠু নির্বাচনেই রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দেয়া হবে

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৪, রাত ১০:১৯

পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাবো। তিনি বলেন, বর্তমান সরকার সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে তা সম্মান ও সমতার ভিত্তিতে। 

তিনি আরও জানান, ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, বাংলাদেশ ভালো সম্পর্ক চায়, তবে সেটি দুপক্ষের সমান স্বার্থের ভিত্তিতে হতে হবে।

এ সময় তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে প্রচণ্ড প্রোপাগান্ডা চলছে, যা একটি সার্বিক ষড়যন্ত্রের অংশ। আমরা যতটুকু সম্ভব এটি মোকাবেলা করার চেষ্টা করছি। যারা আমাদের কথা শুনতে রাজি, তাদের সাথে আলোচনা চলছে। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি ইউনিফায়েড এবং তাদের বিরুদ্ধে এসব কর্মকাণ্ড দিয়ে বড় ধরনের কোনো পদক্ষেপ নেয়া সম্ভব হবে না।

শনিবার (১৪ ডিসেম্বর) নরসিংদীর রায়পুরা ও বেলাব উপজেলায় কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ ও সুধীজনদের সাথে দুটি আলাদা মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাবো।

রায়পুরা উপজেলায় ৩টি গ্যাস লাইনের সংযোগ থাকলেও পর্যাপ্ত গ্যাসের অভাব রয়েছে জানিয়ে তিনি বলেন, রায়পুরায় একটি ইপিজেড (ইন্ডাস্ট্রিয়াল পার্ক) তৈরি করতে পারলে যুবকদের কর্মসংস্থান তৈরি হবে।

তিনি আরও বলেন, রায়পুরা রেলগেইটে যানজট নিরসন এবং দুটি থানা নির্মাণের বিষয়েও আলোচনা করেছেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোঃ জাহিদ হোসেন, এমআরডিআই এর এ্যাডভাইজার সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ারকোমডর মোঃ খালিদ হোসেন, নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী, নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান, সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব) সার্কেল আফসান আল আলম, সহকারী কমিশনার(ভূমি) শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল জাব্বার সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।