অপরাধ

দৌলতপুর থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ৩ জন গ্রেফতার

দৌলতপুর থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৪, রাত ১০:১৭

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ ০৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার জয়রামপুর আব্দুল হান্নানের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা যায়, দৌলতপুর থানা পুলিশের একটি টিম চেক পোস্ট পরিচালনা করার সময় একটি বিদেশী পিস্তল, ০৬ (ছয়) রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত ১। মোঃ আশিকুজ্জামান (৩২), পিতা- আব্দুল হাকিম @ আকমল, ২। মোঃ আবু জাফর (৩২), পিতা- মোঃ শহিদুল ইসলাম, ৩। মোঃ রাসেল হোসেন (২৫), পিতা- মোঃ রবিউল সরদার, গ্রাম-দূর্বাচর, থানা- ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।