আজ ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগমুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। এই দিনটি উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, যিনি শেরপুর জেলার পুলিশ সুপারের পক্ষে বক্তব্য প্রদান করেন।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং সুধীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মতামত