শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার বামনগ্রাম স্কুল মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সাইফুল ইসলাম বামনগ্রাম এলাকার এবাদত মুন্সির ছেলে।
স্থানীয় এবং লালপুর থানা সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তার বাড়ির গেটের সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
নিহতের ছোট ভাই শাহিনুল ইসলাম বলেন, আমার ভাই দীর্ঘ ২০ বছর ধরে বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে মুদি দোকানের ব্যবসা করছেন। তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। আমরা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের চিহ্নিত করে বিচারের দাবি জানাই।
এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা আসলাম বলেন, নিহত সাইফুল ইসলাম এবি ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার ছবির স্বামী। এই হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যার সঠিক কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মতামত