গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম নিহত হয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের ভেড়ার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দায়িত্ব পালনকালে বিএনপি নেতা সিরাজ মিয়ার বাড়ির সামনে বেপরোয়া গতির একটি ট্রাক এসআই সাইফুল ইসলামকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
মতামত