শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় স্থানীয় টাউন হলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সভা আয়োজন করা হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফুল আলম ও ময়মনসিংহের পুলিশ সুপার আজিজুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন শামসুদ্দিন।
আলোচনা সভা পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন বাকৃবি মসজিদের ইমাম ক্বারী মাওলানা মোফাজ্জল হোসেন, গীতা পাঠ করেন পুরোহিত শ্রী কিশোর চক্রবর্তী, এবং বাইবেল থেকে পাঠ করেন তপন সিংমা।
সভায় বক্তারা ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও তাদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, বুদ্ধিজীবীদের হত্যা করে দখলদাররা এ জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। শহীদদের আত্মত্যাগ আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়। তাদের স্মৃতি ধরে রাখা আমাদের দায়িত্ব।
মতামত