ছবি : মুন টাইমস
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ই ডিসেম্বর) উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পশ্চিম হলহলিয়া গ্রামে হলহলিয়া সূর্যমুখী ক্লবের আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রনেতা রিপন মাহামুদ এর সৌজন্যে অনুষ্ঠিত লাঠিখেলার উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ দুলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর আলম।
জোড়াবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ও সিঙ্গাপুর প্রবাসী মোঃ সবুজ ইসলামের সার্বিক সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সহ সভাপতি তরিকুল ইসলাম তারিক, ইউপি সদস্য আব্দুল খালেক,আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শাহজাহান সরকার শাওন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নাহিদ হাসান বিপ্লব, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বাচ্চা প্রমুখ সহ খেলার আয়োজক বৃন্দ।
উল্লেখ্য খেলায় দুটি দল অংশগ্রহণ করে। জোড়াবাড়ী ম্যানাজার পাড়া লাঠীয়াল দল ও হলহলিয়া লাঠীয়াল দল।
মতামত