সারাদেশ

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস

প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, রাত ১১:০৫

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আগামীকাল শনিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামসহ জেলার বিভিন্ন স্থানে পালিত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ ছাড়া সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসন দিবসটি উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। একই সঙ্গে নগর ও জেলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে বিশেষ অনুদান বিতরণের কর্মসূচি রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন পাহাড়তলী বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র এবং বাংলাদেশ বেতার-চট্টগ্রাম বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। এছাড়া স্থানীয় দৈনিকগুলো দিবসটির তাৎপর্য নিয়ে বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।

বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), সিভাসু, চট্টগ্রাম প্রেসক্লাব এবং সাংবাদিক ইউনিয়নসহ চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে চট্টগ্রামবাসী শ্রদ্ধা জানাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।