ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতৃত্ব দিয়ে একটি বৈষম্যহীন ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়ের সভাপতিত্বে এক মিনিট নীরবতা পালন করা হয়, যা ছাত্র-জনতার জুলাই বিপ্লবে নিহত সাংবাদিকসহ সকল শহীদদের স্মরণে উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাব সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এ ধরনের উদ্যোগকে অংশগ্রহণকারীরা অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।
মতামত