সারাদেশ

অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন কলাউজান ব্লাড গ্রুপের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প

অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন কলাউজান ব্লাড গ্রুপের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প

প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৪৪

লোহাগাড়া উপজেলার কলাউজানে স্বেচ্ছাসেবী সংগঠন কলাউজান ব্লাড গ্রুপের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূব উত্তর কলাউজান খালাদাদ খান দাখিল মাদ্রাসা মিলনায়তন প্রাঙ্গণে এই কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পে মানবিক ডাক্তারদের একটি দল নারী, পুরুষ এবং শিশু মিলিয়ে প্রায় ৪৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি প্রায় ১০০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পে অংশগ্রহণকারী চিকিৎসকরা ছিলেন ডা. মোহাম্মদ মোমিনুল ইসলাম, ডা. আসিফ আহমদ শোভন, ডা. মো. ইমরুল ইসলাম, ডা. সাদিয়া জাহান মেরী এবং ডেন্টাল সার্জন নুসরাত জাহান শেফা।

ক্যাম্পে উপস্থিত ছিলেন কলাউজান ব্লাড গ্রুপের এডমিন পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম সাঈদ, মো. শফিকুর রহমান, মোয়াজ্জেম মাহী, নাজমুস সাকিবসহ কার্যকরী সদস্যরা। এছাড়া বিভিন্ন শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ক্যাম্পে সহযোগিতা করেন।

ক্যাম্পের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে ছিল থ্যালাসেমিয়া এবং ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রক্তদানের উপকারিতা সম্পর্কে প্রচার, এবং রক্তদানে সক্ষম নতুন দাতাদের তালিকাভুক্ত করা। ক্যাম্পটি এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়।