সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে টাউন হাইস্কুল থেকে তিনটি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে টাউন হাইস্কুল থেকে তিনটি ককটেল উদ্ধার

প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫:২৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর পুরাতন ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীন ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত সদর মডেল থানার এসআই মোসাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের ছাদে ককটেল পড়ে আছে। পরে অভিযান চালিয়ে তিনটি ককটেল উদ্ধার করা হয় এবং থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের পেছনের একটি আমবাগান থেকে দুটি এবং রোববার (৮ ডিসেম্বর) পৌরসভার একটি ড্রেন থেকে চারটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছিল পুলিশ।