সারাদেশ

তাড়াশে পূর্বশত্রুতার জেরে ১২ বিঘা ভুট্টা কেটে নষ্ট

তাড়াশে পূর্বশত্রুতার জেরে ১২ বিঘা ভুট্টা কেটে নষ্ট

প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫:১৭

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ১২ বিঘা জমির ভুট্টার গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. আবু সাঈম উদ্দিন তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুরিয়া মৌজায়।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হামকুরিয়া খাঁনপাড়া গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আবু সাঈম উদ্দিন ওয়ারিশ সূত্রে পাওয়া ১২ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে ফসল চাষ করে আসছিলেন। তবে সম্প্রতি সময়ে ওই জমি দখল করতে চেয়েছেন প্রভাবশালী আলাউদ্দিনসহ আরও কয়েকজন। তাঁরা জোরপূর্বক জমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। বিরোধের জেরে বৃহস্পতিবার ভোরে আলাউদ্দিন ও তাঁর সহযোগীরা ওই জমির ৪০ দিনের ভুট্টার গাছ কেটে বাড়িতে নিয়ে যান।

ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাঈম উদ্দিন বলেন, আমি ঋণ করে ভুট্টা আবাদ করেছিলাম। বৃহস্পতিবার দুপুরে জমিতে গিয়ে দেখি, আমার সব ভুট্টার গাছ কেটে নিয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি এবং ন্যায়ের বিচার চাই।

প্রত্যক্ষদর্শী হামকুরিয়া গ্রামের মো. রহমত আলী জানান, ভোরে আলাউদ্দিনসহ কয়েকজনকে ভুট্টার গাছ কেটে বাড়িতে নিয়ে যেতে দেখি। বাঁধা দিলে তাঁরা আমাকে দেখে নেওয়ার হুমকি দেন।

অভিযুক্ত আলাউদ্দিন ও নবিরুদ্দিনের বক্তব্য জানতে তাঁদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁদের মোবাইল ফোনও বন্ধ ছিল।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।