সারাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে আমেলায় অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন পুনরায় নির্বাচিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে আমেলায় অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন পুনরায় নির্বাচিত

প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫:১২

ময়মনসিংহ সিবিএমসি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ মোহাম্মদ নাসির উদ্দিন ২০২৫-২৬ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে আমেলা কমিটির স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি একজন স্বনামধন্য চিকিৎসক এবং গণমানুষের নেতা হিসেবে পরিচিত।

জাতীয় সংসদ সদস্য পদে ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে একাধিকবার নির্বাচনে অংশগ্রহণ করে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১১ ডিসেম্বর রাজধানীর গুলিস্তানের হোটেল ইম্পেরিয়ালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে শুরার সভা অনুষ্ঠিত হয়। সভায় ১১ সদস্যের প্রেসিডিয়াম, ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৫১ সদস্যের মজলিসে আমেলা কমিটি ঘোষণা করা হয়।