সারাদেশ

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজিকে উষ্ণ অভ্যর্থনা দিলেন শেরপুর পুলিশ সুপার

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজিকে উষ্ণ অভ্যর্থনা দিলেন শেরপুর পুলিশ সুপার

প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, বিকাল ৩:৫৪

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান শেরপুরে তাঁর নির্ধারিত সফরসূচি অনুযায়ী পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

ডিআইজি মহোদয়ের সম্মানে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। এই বিশেষ আয়োজনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা ডিআইজি মহোদয়ের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান শেরপুর জেলা পুলিশের পেশাদারিত্ব ও সৌহার্দ্যপূর্ণ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। সফরকালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।