ভোলার লালমোহনে হাজী নুরুল ইসলাম চৌধুরীর মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা এক কলেজ শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন মহাসড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছ ফেলে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
জানা গেছে, সম্প্রতি কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে শিক্ষার্থীরা লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। এরপর কলেজের সামাজিক বিজ্ঞানের প্রভাষক মো. আশরাফুল জুমলাত উজ্জল শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং লাঠি নিয়ে মারতে তেড়ে আসেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণের দাবিতে মহাসড়কে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লালমোহন থানার অফিসার ইনচার্জ এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে, তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়।
মতামত