অপরাধ

উল্লাপাড়ায় ২৮ লাখ টাকাসহ দুই ব্যাংক কর্মচারীকে অপহরণ

উল্লাপাড়ায় ২৮ লাখ টাকাসহ দুই ব্যাংক কর্মচারীকে অপহরণ

ছবি : সিরাজগঞ্জ প্রতীকী


প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, রাত ১২:৩৯ আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, রাত ১২:৫১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের ২৮ লাখ টাকা এবং দুই কর্মচারীকে অপহরণ করার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার পৌর সদরের সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) এবং মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। তারা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের উল্লাপাড়া শাখার কর্মচারী।

ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু জানান, ২৮ লাখ টাকা বহনকারী দুই কর্মচারী মোটরসাইকেলযোগে লাহিড়ী মোহনপুর আউটলেটে যাচ্ছিলেন। আকবর আলী কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস তাদের পথরোধ করে। ৫-৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে তাদের মুখ চেপে ধরে জোর করে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে রেখে যায়।

ঘটনার পরপরই উল্লাপাড়া থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নিয়ামুল হক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, তাড়াশ এলাকার বিশ্বরোডের পাশ থেকে অপহৃত দুই কর্মচারীকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।