সারাদেশ

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র সাথে শেরপুরের সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র সাথে শেরপুরের সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৪, রাত ১০:০৯

শেরপুর জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে জেলা পুলিশের উদ্যোগে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তাঁরা ডিআইজি মহোদয়ের কাছে প্রত্যাশিত সেবা প্রাপ্তির লক্ষ্যে বিভিন্ন দাবি ও পরামর্শ উত্থাপন করেন।

ডিআইজি ড. মো. আশরাফুর রহমান তাঁর বক্তব্যের শুরুতে বিজয়ের মাস ডিসেম্বরের তাৎপর্য উল্লেখ করেন এবং মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস এবং থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবহিত করেন।

ডিআইজি মহোদয় সুশীল সমাজের প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং উন্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় বাস্তবায়নের আশ্বাস দেন। 

তিনি পুলিশের কাজে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সভায় বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। জনগণের আইনি সুবিধা নিশ্চিত করার জন্য আমরা একনিষ্ঠভাবে কাজ করছি।

সভায় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর শেরপুর সদর ক্যাম্প কমান্ডার মেজর এস এম আহসান উল্লাহ, র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক, জেলা কমান্ড্যান্ট (আনসার-ভিডিপি) মো. রাকিবুল ইসলাম, সিভিল সার্জন ড. মো. জসিম উদ্দিন, শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দিন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে ডিআইজি মহোদয় উপস্থিত সুধীজনদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং যাথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।