জাতীয় যুব কনভেনশন সফল করতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সংগঠনের উদ্যোগে ময়মনসিংহ জেলার তারাকান্দা ও মুক্তাগাছা উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তারাকান্দার মধুমন কমিউনিটি সেন্টার এবং মুক্তাগাছা পৌর অডিটোরিয়ামে এ সভাগুলো অনুষ্ঠিত হয়।
তারাকান্দার সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদুল্লাহ মোমেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ। মুক্তাগাছার সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা সভাপতি মাওলানা ইলিয়াস আমিনী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা এম এম হুজায়ফা।
উভয় সভার প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। তিনি বলেন, জাতীয় যুব কনভেনশন সফল করতে প্রতিটি জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। যুব সমাজকে নৈতিক ও আদর্শিক ভিত্তিতে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
সভাগুলোতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতী জোবায়ের আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শাইখুল হাদিস মুফতী মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান।
উভয় সভায় থানা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় জাতীয় যুব কনভেনশন সফল করতে দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতারা।
মতামত