নরসিংদীর রায়পুরা উপজেলাকে আরও উন্নত ও জনবান্ধব করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদ রানা।
তিনি বলেছেন, উপজেলার যেকোনো সমস্যার সমাধান যেন দ্রুততার সঙ্গে হয় এবং প্রশাসনিক দপ্তরে জনগণকে বারবার ঘুরতে না হয়—এটি নিশ্চিত করার জন্য আমি বিশেষভাবে কাজ করব।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে রায়পুরা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রায়পুরায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় ইউএনও মোহাম্মদ মাসুদ রানা সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, উপজেলার সঠিক তথ্য ও সমস্যাগুলো চিহ্নিত করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যেকোনো সমস্যা ও দুর্নীতির তথ্য আমাকে জানান, আমি যথাযথ পদক্ষেপ নেব।
সভায় রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম. নূরউদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. ফরিদ উদ্দিন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অজয় সাহা এবং সাবেক রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রায়পুরার সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে সাংবাদিকদের নিরলস ভূমিকা তুলে ধরে ইউএনও বলেন, আমি চাই, প্রশাসন এবং সাংবাদিকদের সমন্বয়ে একটি সুশাসন নিশ্চিত হোক, যেখানে জনগণ স্বল্প সময়ে সমস্যার সমাধান পাবে।
মতামত