সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে নরসিংদী মুক্ত দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে নরসিংদী মুক্ত দিবস পালিত

প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৫৫

১২ ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস। দিনটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, গুণী ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন। শহরের কোর্ট রোড প্রদক্ষিণ শেষে র‍্যালি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধের তাৎপর্য এবং নরসিংদী জেলার মুক্তিযোদ্ধাদের বীরত্ব নিয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান, এবং বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধে নরসিংদীর গৌরবময় অধ্যায় ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হয়।

১৯৭১ সালে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাবাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালায়। মুক্তিযোদ্ধাদের সংগঠিত প্রতিরোধের ফলে ১২ ডিসেম্বর নরসিংদী সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হয়। দীর্ঘ নয় মাসের যুদ্ধকালীন সময়ে বিভিন্ন স্থানে শতাধিক খণ্ডযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন জেলার ১১৬ জন বীর সন্তান।