সারাদেশ

‘আরাফাত রহমান কোকো স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‘আরাফাত রহমান কোকো স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৫৩

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমজমাটভাবে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় অংশ নেয় ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী আহনাদ একাদশ এবং কাউখালী যুবসংঘ একাদশ। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয়লাভ করে কাউখালী যুবসংঘ একাদশ।

চ্যাম্পিয়ন দল কাউখালী যুবসংঘ একাদশকে একটি ফ্রিজ এবং রানার্সআপ দল ফুলখালী আহনাদ একাদশকে ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন মীর, উপজেলা ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের সভাপতি জাহিদ হাসান সাগর, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ফাইনাল খেলা শুরুর আগে রাঙ্গাবালী উপজেলায় একটি খেলার মাঠ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে খেলোয়াড় ও ক্লাবের সদস্যরা অংশ নেন। রাঙ্গাবালীতে একটি পূর্ণাঙ্গ খেলার মাঠের অভাব দীর্ঘদিনের দাবি হিসেবে উঠে এসেছে।