কুষ্টিয়ায় গাইড বই নকল করে বিক্রির অভিযোগে নিউরন নার্সিং ভর্তি কোচিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌরসভার টালিপাড়াস্থ নিউরন কোচিং সেন্টারে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
অনুসন্ধানে জানা যায়, বরকত উল্লাহ জয় পরিচালিত নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারটি ঢাকার নিউরন নার্সিং কোচিংয়ের কোনো অনুমোদিত শাখা নয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিউরন পাবলিকেশনের নিউরন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি গাইড বই নকল করে নিজেদের নামে বাজারজাত করছিল। এ বিষয়ে নিউরন পাবলিকেশনের কুষ্টিয়া জেলা ডিস্ট্রিবিউটর মো. বশির আহমেদ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন।
অভিযানের সময় বরকত উল্লাহ জয় স্বীকার করেন, তারা বইয়ের প্রচ্ছদ পরিবর্তন করে মাত্র ৩০টি বই বাজারে সরবরাহ করেছেন। তবে এটি ভুল বুঝে করেছেন বলে দাবি করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিউরন পাবলিকেশনের কুষ্টিয়া জেলা ডিস্ট্রিবিউটর বশির আহমেদ বলেন, অবৈধভাবে পরিচালিত এই কোচিং সেন্টারটি দ্রুত বন্ধ করা প্রয়োজন। নকল বই বিক্রির ফলে নিউরন পাবলিকেশনের বড় অঙ্কের ক্ষতি হয়েছে।
অধিদপ্তরের এই অভিযান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
মতামত