ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং সিরাজগঞ্জের কৃতি সন্তান সাজ্জাদ আলম খান তপু ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেনের সুস্থতা কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৮ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হারুন অর রশীদ খান হাসান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না'র আহ্বানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সম্মানিত সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক নুরুল ইসলাম রইসি।
মতামত