সারাদেশ

কুমিল্লায় নির্যাতিত ৭ সাংবাদিককে সম্মাননা প্রদান করল সাংবাদিক কল্যাণ পরিষদ

কুমিল্লায় নির্যাতিত ৭ সাংবাদিককে সম্মাননা প্রদান করল সাংবাদিক কল্যাণ পরিষদ

প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৪, বিকাল ৩:৪৫

কুমিল্লায় সাংবাদিকতার দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলা ও নির্যাতনের শিকার হওয়া সাতজন সাংবাদিককে সম্মাননা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার প্রধান উপদেষ্টা এবং কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু এবং দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক মো. জসিম উদ্দিন কনক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস। শুভেচ্ছা বক্তব্যে সাংবাদিকরা বলেন, সত্য প্রকাশে নির্ভীক সাংবাদিকতা সমাজে সুশাসন প্রতিষ্ঠা করে। সৎ ও সাহসী সাংবাদিকতার কারণে নির্যাতন ও হামলার শিকার হলেও সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে এই বাধা মোকাবিলা করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণআন্দোলনে শহীদ সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে নির্যাতিত সাতজন সাংবাদিককে ফুলের মালা এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

নির্যাতিত সাংবাদিকদের মধ্যে যারা এই বছর সম্মাননা পেয়েছেন, তারা হলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম তরুন, দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক মো. সিরাজুল ইসলাম চৌধুরী, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার মো. মনির হোসেন, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার সম্পাদক শরীফুল ইসলাম সুমন এবং একাত্তর টিভির কুমিল্লা ক্যামেরাপার্সন সাইফুর রহমান সোহাগ।

অনুষ্ঠানের বক্তারা আরও বলেন, বিগত সরকারের আমলে বহু সাংবাদিক হামলা ও মামলার ভয়ে সত্য প্রকাশ করতে সাহস পেতেন না। তবে সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তবে সমাজে সৎ সাংবাদিকতার প্রসার ঘটবে এবং অনাচার দূর হবে।

অনুষ্ঠানের শেষে নির্যাতিত সাংবাদিকদের প্রতি সমর্থন জানিয়ে এবং ভবিষ্যতে সাহসী সাংবাদিকতার প্রচেষ্টাকে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।