চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নে ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২:৪০ টায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, সেক্টর সদর দপ্তর, রাজশাহী। আরও উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, সহকারী পরিচালক মো. বেলাল হোসেন এবং ইউনিটের অন্যান্য সদস্যরা।
প্রতি বছর স্থানীয় মানুষের জন্য বিজিবি কর্তৃক এ ধরনের সহায়তা প্রদান করা হয়। এই উদ্যোগের ধারাবাহিকতায় এ বছরও স্থানীয় দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের নিয়মিত কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
এই মানবিক উদ্যোগ স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
মতামত