সারাদেশ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রনেতা রিমুন

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রনেতা রিমুন

ছবি : মুন টাইমস


প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:১৪ আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:৫১

নীলফামারীর ডোমার উপজেলার সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন রিমুনের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ আব্দুর রহমানের জানাজা নামাজ ও দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

বুধবার (১১ই ডিসেম্বর) বাদ আছর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটিতে অবস্থিত ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় তাকে।

এর আগে, ১৭ দিন যাবৎ কারাবাসে থাকা একমাত্র ছেলের দুঃশ্চিন্তায় মঙ্গলবার (১০ই ডিসেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে পশ্চিম চিকনমাটি পল্টনপাড়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন সাবেক ছাত্রনেতা রিমুনের পিতা মোঃ আব্দুর রহমান।

জানা যায়, গত ২৩শে নভেম্বর একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন রিমুন। এরপর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণের প্রেরণ করা হয় তাকে। কারাবন্দী থাকাকালীন বাবার মৃত্যুর বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে বাবার দাফনকাজ সম্পন্ন করতে প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে।

মুক্তি পেয়ে বাড়িতে আসার সাথে সাথেই শোকে ভারী হয়ে ওঠে এলাকা। পরে জানাজা নামাজ ও দাফনে অংশ নেন রিমুন। বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

জানাজা নামাজে আরও অংশগ্রহণ করেন- ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, পশ্চিম চিকনমাটি বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হামিদ হোছাইনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার মোঃ আহমাদুল হক মানিক, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, শালকী নিউজ ২৪’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ আনিছুর রহমান মানিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আমজাদ হোসেন, সাবেক ছাত্রনেতা ও প্রয়াতের একমাত্র পুত্র মোঃ আব্দুল্লাহ আল মামুন (রিমুন) প্রমুখ সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মুসল্লিবৃন্দ।

ব্যবসায়ী আব্দুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকাবাসীরা।

মোঃ আব্দুর রহমান সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকার মৃত তছিমুদ্দিনের প্রথম পুত্র।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী, এক পুত্র, ৪ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে চিরতরে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।