অপরাধ

শিবগঞ্জ সীমান্তে ৩৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৩৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ

প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:১৯ আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:৫১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত থেকে ৩৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৩টার পর গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি-এর অধীনস্থ শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহলদল অভিযানে নামে। তথ্য ছিল, ভারত থেকে আনা ফেনসিডিল রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় পরিবহনের উদ্দেশ্যে শিয়ালমারা গ্রামের সইমুদ্দিনের বাঁশ বাগানে মজুদ রাখা হয়েছে।

নায়েক সিগনালম্যান মো. নুরুল হোদার নেতৃত্বে বিজিবির টহল দল সীমান্ত পিলার ১৮৭/১১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভোর ৪টা ৩৫ মিনিটে বাঁশ বাগান থেকে ফেনসিডিলের বস্তাগুলো উদ্ধার করে।

জব্দ করা ফেনসিডিল শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সীমান্তে মাদকসহ যেকোনো প্রকার চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট।