“যদি হই রক্ত দাতা, জয় করবো মানবতা” এই প্রতিপাদ্যকে ধারণ করে কাজ করে যাচ্ছে রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন। গত এক বছর ধরে রক্তদান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত এই সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গঠিত হয়েছে কেন্দ্রীয় কমিটি।
নবগঠিত কমিটিতে আসাদুজ্জামান সাজুকে সভাপতি, গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক এবং মো. শামিম মিয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ৩৪ সদস্যের এই কমিটির পাশাপাশি মাহমুদুল হাসান সিফাতকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্যের উপদেষ্টা কমিটিও অনুমোদিত হয়েছে।
প্রতিষ্ঠার পর থেকেই রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন রক্তদানসহ গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে, যা ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
মতামত