নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পরিষদ পরিচালনা ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নে একটি মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর যৌথ আয়োজনে এবং সুইজারল্যান্ড ওয়াটার ও সুইচকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় কর্মশালায় অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্য, উদ্যোক্তা ও স্থানীয় প্রতিনিধিরা।
কর্মশালায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, ইএসডিও প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, মোসাদ্দেকুর রহমান, এবং পৌর কো-অর্ডিনেটর দুলাল হোসেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, আমরা বাসাবাড়িতে প্লাস্টিক বা পলিথিন ব্যবহার করে যত্রতত্র ফেলি, যা ড্রেনেজ ব্যবস্থার ক্ষতি করে এবং ডেঙ্গু মশার লার্ভা জন্মানোর কারণ হয়ে দাঁড়ায়। এ বিষয়ে আমাদের এখনই সচেতন হওয়া প্রয়োজন। সঠিক নীতিমালা অনুসরণ করলে একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।
তিনি পরিবেশ সংরক্ষণে বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা জলবায়ু সহনশীল ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
মতামত