সারাদেশ

ময়মনসিংহকে মাদকমুক্ত রাখতে নিরলসভাবে কাজ করছেন উপপরিচালক আনোয়ার হোসেন

ময়মনসিংহকে মাদকমুক্ত রাখতে নিরলসভাবে কাজ করছেন উপপরিচালক আনোয়ার হোসেন

প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, রাত ১০:১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সফলতা অব্যাহত রয়েছে।

সম্প্রতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাসকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ভাড়াকৃত ফ্ল্যাট থেকে ৪,০০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১,৭৫,০০০ টাকা এবং দুইটি মোবাইল ফোনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন তারাকান্দার আব্দুল কাউয়ুম (৩০) ও গৌরীপুরের আমিরুল ইসলাম (৩৭)।

অভিযানের সময় পান্থ ব্রহ্ম (২৭) নামে আরেক আসামি পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

উপপরিচালক আনোয়ার হোসেন জানান, ময়মনসিংহকে মাদকমুক্ত করতে অধিদপ্তরের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জেলাকে মাদকমুক্ত করতে প্রতিটি তথ্য গুরুত্ব সহকারে যাচাই করা হচ্ছে।

মাদকের বিরুদ্ধে এই ধারাবাহিক সফলতা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।