সারাদেশ

বীরগঞ্জে ১১ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা উপবৃত্তি প্রদান

বীরগঞ্জে ১১ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা উপবৃত্তি প্রদান

প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, রাত ১০:০৮

দিনাজপুরের বীরগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বিশেষ উপবৃত্তি প্রদান করা হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) সকালে বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষীপুর সিডিপি কার্যালয়ে গুড নেইবারস্ বাংলাদেশ, বীরগঞ্জ সিডিপির আয়োজনে ১১ জন শিক্ষার্থীকে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস্ বাংলাদেশ, সিডিপির সভাপতি প্রফুল্ল কর্মকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডিপি প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, এডমিন অফিসার মোঃ আশিকুর রহমান, এবং অভিভাবকরা।

উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: নিতী শীল, শান্ত দেবনাথ, সৃষ্টি রায়, হাবিবা আক্তার, তাপস শীল, আশিক শীল, সুমি রায়, মিতু রায়, মৌসুমি আক্তার, সৃতি কর্মকার ও ঈশিতা রায়। প্রতিজনকে ১০ হাজার টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথি মোঃ আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি অভিভাবকদের মেয়েদের বাল্যবিবাহ না দেওয়ার পরামর্শ দেন এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠানের সভাপতি প্রফুল্ল কর্মকার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।