ছবি : দিগন্ত মাঠ জুড়ে শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত
সিরাজগঞ্জের তাড়াশে ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়েছেন কৃষকরা। এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার চাষ হয়েছে। ধানের চেয়ে লাভ বেশি হওয়ায় দিন দিন ভুট্টা চাষ বাড়ছেই। স্বল্প ব্যয়ে দ্বিগুণ লাভের পাশাপাশি বাজারে চাহিদা বেশি থাকায় এই উপজেলার কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার তাড়াশে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪০০ হেক্টর জমিতে। এবার ৮৪ হাজার মেট্রিকটন ভুট্টা উৎপাদন হবে। কিন্তু বাস্তবে এর চাইতে অনেক বেশি জমিতে ভুট্টা চাষ করা হয়েছে।
উপজেলার দিঘী সগুনা গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, দিগন্ত মাঠ জুড়ে শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। কৃষকদের সাথে কথা বললে তারা জানান, ভুট্টা চাষ তুলনামূলক সহজ ও ফলন বেশি হওয়ায় আমরা ভুট্টা চাষ করি।
মতামত