সারাদেশ

দুদকের কমিশনার হলেন চাঁপাইনবাবগঞ্জের মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী

দুদকের কমিশনার হলেন চাঁপাইনবাবগঞ্জের মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী

প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:২৩ আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, রাত ১০:০৫

গতকাল (মঙ্গলবার) দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান এবং দুই কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন কমিশনারদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী নিয়োগ পাওয়ার পর তাঁর এলাকায় আনন্দের জোয়ার বইছে।

মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী একজন স্বনামধন্য অবসরপ্রাপ্ত জেলা জজ ও লেখক। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় নিবাসী আলহাজ্ব শাহজাহান আলী মিঞা ওরফে পচু হাজীর সন্তান। তাঁর পরিবার শহরে সমাজসেবার জন্য পরিচিত। শাহজাহান আলী মিঞা হযরত শাহনেয়ামতুল্লাহ (র.)-এর নবম অধস্তন পুরুষ।

মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজীর নিয়োগে চাঁপাইনবাবগঞ্জের মানুষ গর্বিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, তিনি একাধিক গ্রন্থের রচয়িতা এবং দেশের বিচার ব্যবস্থায় একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়া মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন। নতুন কমিশন দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।