বেঙ্গল মিডিয়া ক্লাবের ২০২৪-২০২৫ সালের কেন্দ্রীয় কার্যকরী পরিচালন পরিষদ ৮ ডিসেম্বর গঠিত হয়েছে। কোলকাতার এ্যাক্রোপলিস মলের কাছে নির্দিষ্ট সভাঘরে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত এবং মনোনীত সদস্যদের উপস্থিতিতে, সর্বসম্মতিক্রমে নতুন পরিষদ গঠন করা হয়।
এদিনের সভায় সদস্যদের মধ্যে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে বেঙ্গল মিডিয়া ক্লাবের আগামী কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, বেঙ্গল মিডিয়া ক্লাবের কেন্দ্রীয় কমিটির সম্পাদক কাওসার আলী’র উদ্যোগে একটি মনোজ্ঞ মিলনী সংঘটিত হয়, যেখানে সম্মিলিত সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন তীর্থঙ্কর মুখার্জী (সভাপতি), অনুপল বিশ্বাস, রাজেশ দাস, মারসলিন চক্রবর্তী, সৌমিতা রায়, মৃত্যুঞ্জয় বিশ্বাস, রবিন দত্ত, আয়ুব আলী, সোমনাথ চ্যাটার্জী, বিশ্বজিৎ চৌধুরী, জাহাঙ্গির বাদশা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মতামত