সারাদেশ

ভালুকায় বিদ্যুৎ স্পর্শে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে শশুরের মৃত্যু

ভালুকায় বিদ্যুৎ স্পর্শে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে শশুরের মৃত্যু

প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৪, রাত ১১:৪৬

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের বাঘেরবাজার এলাকায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ স্পর্শে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে শশুরের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ইউসুফ আলী খান, তিনি ওই এলাকার আয়াত আলী খানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ওইদিন সকালে শাবানা আক্তার নামের পুত্রবধূ বাড়ির পাশে বিদ্যুতায়িত হন। তখন শ্বশুর ইউসুফ আলী খান তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। শশুরের মরদেহ উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত শাবানা আক্তারকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এসআই নবী নূর জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত চলছে।