বাংলাদেশ দল ২০২৪ সালের ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ (WMTC) এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। কাতারের দোহায় অনুষ্ঠিত এই সম্মানজনক আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের ২৭ সদস্য ৬টি স্বর্ণপদক, ১১টি রৌপ্যপদক, ৭টি ব্রোঞ্জপদক এবং ৩টি মেরিট সার্টিফিকেটসহ পদক প্রাপ্ত হয়েছেন।
প্রতিযোগিতাটি কাতার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলের প্রতিটি সদস্যই নিজ নিজ ক্যাটাগরিতে শীর্ষ ৩০% এর মধ্যে স্থান অর্জন করেছে, যা দেশের গণিত শিক্ষা ক্ষেত্রে এক বিরল সাফল্য।
জুনিয়র লেভেল থেকে স্বর্ণপদক অর্জন করেন অহন বনিক, ইন্টারমিডিয়েট লেভেল থেকে তাহমীদ আল আসাদ, মোবাশ্বির আরিক, প্রজেশ ভৌমিক, সাকিফ মিহরান সাবির এবং নাশওয়ান হক মাহির। রৌপ্যপদক লাভ করেছেন জুনিয়র লেভেল এর আরমান মালিক, ফাতিমা জাহরা শেখ, জান্নাতুল ফেরদৌস নওশিন, এবং ইন্টারমিডিয়েট লেভেল এর লাইবা সারিনা ইসলাম, আয়্যান জামান, উছাইওয়াং মার্মা, মো. তাহসিন ইসলাম, মো. সারাফ নুহিল ইসলাম, রাফিদ উন নবী। অ্যাডভান্সড লেভেল থেকে রৌপ্যপদক লাভ করেছেন মোহাম্মদ মারজুক রহমান এবং সাদ বিন আহমেদ।
ব্রোঞ্জপদক লাভকারীদের মধ্যে ছিলেন জুনিয়র লেভেল থেকে শেখ আলিমুল হাকিম, ইন্টারমিডিয়েট লেভেল থেকে মোহাম্মদ সাইফান হায়দার, সাকিন আল সাদাফ, শুভ্র অনিন্দ্য বেপারী, মোহাম্মদ ইবতেসাম ইসলাম, মোঃ ফাহিম এবং অ্যাডভান্সড লেভেল থেকে ইনতেশার আলম মানাম। মেরিট সার্টিফিকেট পেয়েছেন জুনিয়র লেভেল থেকে গৈরিক পাল, ইন্টারমিডিয়েট লেভেল থেকে হুমায়রা আফিয়া, অহম সাহা।
বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ (BMTC) ২০২৪ এর মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সদস্যদের নির্বাচন করা হয়। সারা দেশের ২০০০ এরও বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছিল, যার মধ্যে থেকে জাতীয় পর্যায়ের পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষার মাধ্যমে এই মেধাবী ছাত্র-ছাত্রীদের বাছাই করা হয়।
এছাড়া, বাংলাদেশের জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ দলের ট্র্যাভেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল।
এটি বাংলাদেশের গণিত শিক্ষার ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য, যা আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
মতামত