অপরাধ

পাঁচবিবিতে সোনার বারসহ পাচারকারী আটক

পাঁচবিবিতে সোনার বারসহ পাচারকারী আটক

প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫:০৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ এক সোনা পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে এই অভিযান চালিয়ে ৫.৮৩ গ্রাম ওজনের পাঁচ পিস সোনার বার উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. বাবু (২৫)।

জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী অরিন পরিবহনের একটি বাসে কয়েকজন ব্যক্তির সোনা পাচারের গোপন সংবাদ পেয়ে বাগজানা সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে সন্দেহভাজন এক যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তার শরীরে তল্লাশি করা হয়। তল্লাশির সময় অভিনব কায়দায় পায়ের জুতার ভেতরে লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়।

ঘটনার পর আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।